1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
মেডিকেলে চাঞ্চপাওয়া মেহেদীর পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি হেনরী। - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

মেডিকেলে চাঞ্চপাওয়া মেহেদীর পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি হেনরী।

  • প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

সিরাজগঞ্জের কামারখন্দে লন্ড্রিম্যানের ছেলে মেহেদী হাসান (১৮) মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।
দরিদ্র এই পরিবারের পক্ষে মেহেদী হাসানকে মেডিকেলে পড়ানোর মতো অর্থ তাদের নেই।

আর সেই মুহুর্তে মানবতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় পরিবারের সন্তান মেহেদী হাসানের লেখাপড়ার দায়িত্ব নিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
মানবতার ফেরিওয়ালা এমপি হেনরী উপজেলা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জামতৈল ইউনিয়নের চরকুড়া গ্রামে মেহেদীর বাবা লন্ড্রিম্যানের আমজাদ হোসেন বাড়িতে যান।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মেহেদীর ভর্তির বিষয়ে ড. জান্নাত আরা তালুকদার হেনরী এমপি দায়িত্ব নিয়েছেন। মেহেদীর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এমপি জান্নাত আরা হেনরী ছাড়াও উপজেলা আওয়ামী লীগ পাশে থাকবে। তিনি এই পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, আমি মেহেদীর পাশে আছি। মেহেদীকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে।

জানা যায়, লন্ড্রিম্যান আমজাদ হোসেনের বড় ছেলে মেহেদী হাসান লেখাপড়ার পাশাপাশি বাবার কাজেও সহযোগিতা করতেন। অভাবের সংসারে বড় হয়েও প্রতিটা পরীক্ষায় তিনি ভাল রেজাল্ট করেন। ২০২১ সালে জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে এ প্লাস, ২০২৩ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকেও এ প্লাস পান।

২০২৪ সালে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৯৯২তম স্থান অর্জন করেছেন মেহেদী।
আগামী ২০ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তির তারিখও নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু ভর্তির টাকা ও ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মেহেদী ও তার বাবা-মা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি