মিজানুর রহমানঃ
লালমনিরহাটে বাস কাউন্টার থেকে ৯১ বোতল ফেন্সিডিল সহ ০১জন কে আটক করেছে পুলিশ।দীর্ঘদিন যাবত বাস কাউন্টারের আড়ালে একটি চক্র মাদক পাচার করে আসছিলো।অবশেষে পুলিশের জালে আটক হলো চক্রটি।
বুধবার(২৮ফেব্রুয়াী)লামনিরহাট শহড়ের পুলিশ লাইন সংলগ্ন বরকত ট্রাভেলস কাউন্টারে লালমনিরহাট সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।কাউন্টারে তল্লাশী চালিয়ে ছাদের সিলিং থেকে কস্ট টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯১ বোতল ফেন্সিডিল ঊদ্ধার করে পুলিশ।মাদক রাখার দ্বায়ে কাউন্টার ম্যানেজার ইউনুস আলী (৪২), খোকা মিয়া (৫২)
কে আটক করে পুলিশ।পরবর্তীতে কাউন্টার ম্যানেজার খোকা মিয়া কে পুলিশ ছেড়ে দেয়।
আটক কাউন্টার সহকারী ইউনুস আলী (৪২)
পৌর এলাকার বিডিআর হাট পানির ট্যাংকি এলাকার বাবলু মিয়ার ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুখ জানান,কাউন্টারের আড়ালে একটি চক্র দীর্ঘদিন যাবত মাদক ঢাকায় পাচার করে আসছিলো, এ খবরের ভিত্তিতে বরকত কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।সেখান থেকে ০১জন আসামী আটক করে ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আাসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করার প্রশ্তুতি চলছে।এই চক্রের মুল হোতা কে খুঁজে বের করা হবে।
Leave a Reply