1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
শ্রীবরদীতে  পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার  - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

শ্রীবরদীতে  পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  • প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার শেয়ার হয়েছে

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরের শ্রীবরদীতে   থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে মরণ নেশা  ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে।

ধৃত মাদক ব্যবসায়ী সুমন মিয়া( ২৮) শ্রীবরদী পৌর এলাকার খামারিয়া পাড়া গ্রামের মনোয়ার হোসেন তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়,

মাদক মুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে

পুলিশ সুপার  মোনালিসা বেগমের নির্দেশে

শ্রীবরদী  থানার ওসি   কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে উপ পুলিশ পরিদর্শক( এসআই)

মাইনুল রেজার নেতৃত্বে এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয়  পুলিশের একটি অভিযানিক দল ৫ ই মার্চ মঙ্গলবার বিকেলে পৌর শহরের তারাকান্দি এলাকার শ্রীবরদী – নিলাখিয়া সড়কের পাকা রাস্তায়  জনৈক কুরবান আলীর অটোর দোকানের সামনে থেকে  মাদক বিক্রয় কালে সুমন মিয়াকে আটক করে  পরে তার জিন্সের প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনের কাগজে মোড়ানো  ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা  হয়।

এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে সুমন মিয়ার ২/৩ জন সহযোগীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য  ১৫ হাজার টাকা।

এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে  ধৃত সুমন মিয়া সহ অজ্ঞাত  ২-৩ জনকে আসামি করে এসআই মাইনুল রেজা বাদী হয়ে  থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

উপ-পুলিশ পরিদর্শক (এসআই)

মাইনুল রেজা জানায় ধৃত সুমন মিয়া দীর্ঘদিন থেকেই  ইয়াবা বিক্রি  করে আসছিল।

সে অত্র এলাকার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী।

বেশ কিছুদিন যাবত থেকেই সে আমাদের নজরদারিতে ছিল সে।

ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন, শ্রীবরদীতে কাউকেই মাদক ব্যবসা করতে দেয়া হবে না । মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর  রয়েছে। প্রকৃত মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করবে। মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেওয়া হবে না। ধৃত সুমন এর আগেও  মাদক সহ গ্রেপ্তার হয়েছিল তাকে বুধবার দুপুরে মাদক মামলায় শেরপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি