1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
মিঠাপুকুরে মিনিস্টার শোরুম চুরি - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

মিঠাপুকুরে মিনিস্টার শোরুম চুরি

  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ বার শেয়ার হয়েছে
oplus_2

 

উপজেলা প্রতিনিধি

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে বৈরাগীঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন মিনিস্টার শোরুম চুরি হয়।

আজ রবিবার রাত ২.৩০ মিনিটে রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা পায়রাবন্দ ইউনিয়নে বৈরাগীঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন মিনিস্টার শোরুম চুরি হয়। শোরুমের স্বত্বাধিকারী শামীম রানা বলেন মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন পরিষদের পূর্বপার্শ্বে আমার মিনিষ্টার নামীয় শোরুম রহিয়াছে। ইং ০৬/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় প্রতিদিনের ন্যয় ব্যবসার কার্যক্রম শেষ করিয়া উক্ত শো রুমের মালামাল ঠিকঠাক রাখিয়া সাটার এর তালাবদ্ধ করিয়া নিজ বাড়ীতে চলিয়া আসি। ইং ০৭/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় একজন অপরিচিত ব্যক্তি তাহার মোবাইল হইতে আমার ব্যবহৃত নম্বরে ফোন করিয়া বলে যে, আমার উক্ত শোরুমের সাটার খোলা, সংবাদ পাওয়া মাত্রই শোরুমে আসিয়া দেখিযে, শোরুমে সাটার খোলা ও ২টি চায়না তালা ভাঙ্গা। উক্ত শোরুমের ভিতরে প্রবেশ করিয়া দেখি যে, নিম্ন বর্ণিত মালামালগুলো নাই। ইতিমধ্যে অজ্ঞাতনামা কে বা কাহারা ইং ০৬/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকা হইতে ইং ০৭/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ২.৩০ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আমার উক্ত শোরুমের নিম্ন বর্ণিত মালামালগুলি চুরি করিয়া নিয়া গিয়েছে। উক্ত সময় আমার ডাক চিৎকার শুনিয়া এলাকার লোক ছুটে আসেন।

আসিয়া উল্লেখিত চুরির ঘটনা দেখে ও শোনে। চুরি যাওয়া নিম্ন বর্ণিত মালামাল সহ অজ্ঞাতনামা চোরের খোজ অনুসন্ধান করাকালে উক্ত আসামী আমার শোরুমের সামনে সন্দেহ জনক অবস্থায় ঘোরা ফেরা করিতেছে। উক্ত বিষয়টি আমি থানা পুলিশকে অবগত করিলে থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আসামী মোঃ সুমন মিয়া (৩৮), পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম পূর্ব চুহড় আটক করে। উক্ত আসামীর দেয়া তথ্য মতে তাহার নিজ বাড়ীর পশ্চিম দুয়ারী রান্নাঘর হইতে ১টি ৩২ ইঞ্চি মিনিষ্টার স্মাট টেলিভিশন, বার কোর্ড নং- ৩৩৫৬৫১২৩৮৪৫৮, মূল্য- ৩০৯০০/- টাকা, একটি ডাবল বার্নার গ্যাস স্টোপ, মূল্য অনুমান- ৫২৫০/-, ২টি কিয়াম রাইসকুকার, যাহা ২.৮ লিটার সাইজ, প্রতিটির মূল্য- ২৮৫০/- টাকা একটি লোহার সাবল, লম্বা অনুমান ৩ ফিট, একটি লোহার হাতুড়ি, কাঠের বাট, দুটি ভাংঙ্গা চায়না তালা বর্ণিত মালামালগুলি আলামত হিসাবে উল্লেখিত উপস্থিতিতে জব্দ তালিকা মুলে উদ্ধার করে মিঠাপুকুর থানা এসআই ভবেশ চন্দ্র পল আসামীকে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি