রতন রায় অর্ঘঃ স্টাফ রিপোর্টার
“যদি হই রক্তদাতা জয় করবো মানবতা” এই স্লোগানকে মনের গহীনে প্রতিধ্বনিত করে- রক্তযোদ্ধা যতিনেরহাট কুড়িগ্রাম রক্ত সংগ্রহ ও মানবসেবা করে আসছে।
এরই অংশ হিসাবে আজ ১০-৪-২০২৪ ইং সকালে কুড়িগ্রাম উপজেলার বেলগাছা ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।ঈদ আনন্দ ভাগাভাগি করায় অসহায় মানুষগুলো সংগঠনের প্রতি ভালোবাসা ও দোয়া/আর্শিবাদ প্রকাশ করেন। তাছাড়াও ভবিষ্যতেও এ ধরনের মানবসেবা চালিয়ে যাওয়ার জন্য সংগঠন ও সংগঠনের সকল সদস্যদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন তারা।
এখানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জয়ন্ত কুমার জয়,সহপরিচালক মোঃ রুবেল রানা,ত্রাণ বিষয়ক সম্পাদক শ্রী বিশ্বজিৎ ও সহপ্রচার সম্পাদক মোঃ সাইফুল্লাহ মিয়া।তাছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম সহ সংগঠনের অনেকেই।সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জয়ন্ত কুমার জয় প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের কর্মী ও সদস্যসহ সকল সাহায্যকারীদের।তিনি বলেন ২০২৪ সালের শুরুতেই আমাদের যাত্রা শুরু করে মানবসেবা করে আসতেছি আমরা।আমাদের সংগঠনের প্রধান কাজ মুমূর্ষু রোগীর রক্ত সংগ্রহ করা। পাশাপাশি গরীব,দুঃখী ও অসহায় মানুষের পাশে দাড়ানো।ভবিষ্যতেও তাদের মানবসেবা চলমান থাকবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।সর্বশেষে তিনি বলেন আমরা মানুষ মানবসেবাই আমাদের পরম ধর্ম।আমরা মানবসেবায় নিয়োজিত ছিলাম আছি এবং আজীবন থাকবো।
Leave a Reply