1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
সিন্দুরমতি তীর্থধামে শ্রীরাম মন্দিরে ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব তিথি ও রাম নবমী উদযাপন - দৈনিক প্রত্যাশা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

সিন্দুরমতি তীর্থধামে শ্রীরাম মন্দিরে ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব তিথি ও রাম নবমী উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ বার শেয়ার হয়েছে

সুজন কুমার রায়
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

জয় শ্রী রাম
”রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে- রঘুনাথায় নাথায় সীতায়ঃ পতয়ে নমঃ ””রাম নাম জপ ভাই অন্য কর্ম্ম পিছে, সর্ব ধর্ম্ম কর্ম্ম রাম নাম বিনা মিছে” এই পবিত্র মন্ত্র উচ্চারণ করে আজ ১৭ এপ্রিল ২০২৪ খ্রি. রোজ বুধবার লালমনিরহাট জেলা সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ঐতিহাসিক সিন্দুরমতি মহাতীর্থ ধাম রাম মন্দিরে আদি পুরুষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব তিথি ও রাম নবমী উদযাপন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব এ্যাডভোকেট মো: মতিয়ার রহমান, মাননীয় সংসদ সদস্য, লালমনিরহাট -০৩
আমন্ত্রিত অতিথি : জনাব টি.এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লালমনিরহাট।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন
রাম জীবন কুণ্ডু, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর।
সার্বিক তত্ত্বাবধানে : প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক, জেলা পোল্ট্রি খামার মালিক সমিতি লালমনিরহাট।

সভাপতিত্ব করেন
শ্রী সুকুমার রায়, সহ: সভাপতি, সনাতনী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি, ও বাংলাদেশ ব্যাংক, রংপুর।

পৃষ্টপোষকতায় জনাব মো: গোলাম ফারুক বসুনিয়া, চেয়ারম্যান, ০৯ নং পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ, সদর লালমনিরহাট।

সার্বিক সহযোগিতায় : শ্রী সহদেব চন্দ্র বর্মণ, তদন্ত কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কার্যালয় রাজারহাট কুড়িগ্রাম।
বিশেষ অতিথিবৃন্দঃ

(১) জনাব মো: রেজাউল করিম স্বপন, মেয়র, লালমনিরহাট।
(২) জনাব মো: কামরুজ্জামান সুজন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ সদর লালমনিরহাট।

(৩) বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায়, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা
(৪) হীরালাল রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা।
(৫) রবীন্দ্রনাথ রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজারহাট উপজেলা শাখা

শ্রী নারু গোপাল রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্যপরিষদ রাজারহাট উপজেলা শাখা।
শ্রী জয়ন্ত রায়, সভাপতি, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান, যুব ঐক্যপরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
শ্রী নিমাই চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, যুব ঐক্যপরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
শ্রী সুজন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক, সনাতনী উন্নয়ন পরিষদ কেন্দীয় কমিটি।
শ্রী রতন কুমার রায়, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু, যুব মহাজোট, রাজারহাট উপজেলা শাখা।

রাম নবমী তিথীতে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মহাতীর্থধামে মেলা বসে এবং হাজার হাজার তীর্থ যাত্রী পূণ্য লাভের আশায় এই মেলাতে আসে। সকাল থেকে হাজার হাজার পূনার্থী সিন্দুরমতি পুকুরে স্নান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি