1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
বিপিএলে দর্শকদের জন্য থাকছে যেসব আয়োজন! - দৈনিক প্রত্যাশা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

বিপিএলে দর্শকদের জন্য থাকছে যেসব আয়োজন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার শেয়ার হয়েছে

 

প্রতিবেদন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে প্রতি বছর বিতর্ক লেগে থাকে। তবে এবার নতুন আঙ্গিকে ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট আয়োজন করতে উদ্যোগী বিসিবি। যার প্রতিফলন দেখা যাচ্ছে কিছুটা। প্রথমবারের মতো বিপিএলের মাসকট উন্মোচন করা হয়েছে। এছাড়াও দর্শকদের জন্য থাকছে কনসার্টসহ বিশেষ আয়োজন।
রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। জাতীয় আন্দোলনের ছোঁয়া লেগেছে বিপিএলেও। ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট। যার নাম দেওয়া হয়েছে ‘ডানা ৩৬’।
‘ডানা ৩৬’ এর গড়ন, রং ও অঙ্গভঙ্গি স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরে। ‘ডানা’ এখানে স্বাধীনতা ও মুক্তির প্রতীক। এর দুই পাশে থাকা ১৮টি করে ৩৬টি রঙিন পালক ‘৩৬ জুলাই’ ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরতে।
শুধু মাসকট উন্মোচন নয়, আসন্ন বিপিএলের অনেক কার্যক্রমেই দেখা যাবে জুলাই-আগস্টের জাতীয় আন্দোলনের অনেক কিছু। শহীদ মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থা। এছাড়াও শোনা যাচ্ছে, আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের নামে থাকতে পারে মিরপুরের গ্যালারির একটি স্ট্যান্ড। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই–টিকিটের ব্যবস্থাও।
বিপিএলে প্রথমবারের মতো এই আসরে থাকবে থিম সং। আর আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের তিন আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান হলেও সেটা ছিল কেবলই মিরপুরে।
‘ডানা ৩৬’–এ ভর করে বিপিএলের আবহ ছড়িয়ে পড়বে সারা দেশে। বিসিবি ছাড়াও এই কার্যক্রমে সম্পৃক্ত থাকবে সরকারের ৭টি মন্ত্রণালয়। ৩০ ডিসেম্বর শুরু বিপিএল দিয়ে যাত্রা করে তারুণ্যের উৎসবের শেষটা হবে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব–২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

One response to “বিপিএলে দর্শকদের জন্য থাকছে যেসব আয়োজন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি