রতন রায় অর্ঘ্যঃ স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান সহ রাজারহাট উপজেলায় ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।গতকাল ২৩ এপ্রিল বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই ১২জন প্রার্থী বৈধতা পেয়েছে।
এর মধ্যে চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান সাবেক সভাপতি এবং রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,
রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান,আওয়ামীগ নেতা এটি এম ফিরোজ মন্ডল,অবসরপ্রাপ্ত সাব রেজিষ্টার আবু তালেব সরকার।
ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন,চাকির পশার ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার,সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান,আশিকুর রহমান সাবু মন্ডল ,উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ওয়াহেদ আলী সরকার, রাজারহাট সদর বণিক সমিতির সহ-সভাপতিও শ্রমিক নেতা নাজমুল হুদা নাজু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন,মাধবী রানী,কোরাইশি লায়লা ফেরদৌসি,রতনা বেগম,ফারজানা আক্তার সুবর্ণা। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার কুড়িগ্রাম জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র বাছাই (মঙ্গলবার ২৩)এপ্রিল ছিল শেষ দিন। আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply