শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুরের সুধী সমাজ, সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব, নারী নেত্রী, সাংবাদিক, যুব সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে আই আর আই এবং ইউএসএইড-এর সহযোগিতায় শনিবার (১১ মে) সকালে এসোড প্রশিক্ষণ কেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত পরামর্শ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস ও শুভেচ্ছা জ্ঞাপন করেন আই আর আই এর প্রোগ্রাম ম্যানেজার রুকসানা হক। শিক্ষাবিদ অধ্যাপক (অব:) শাহ আলম এর সভাপতিত্বে ও বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক রুম্মানা জামানের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনি পর্বে প্রশিক্ষণ মূল্যায়ন করে বক্তব্য প্রদান করেন মোঃ আমজাদ হোসেন, তাহেরা ইসলাম, সাইফুল ইসলাম মুকুল, সৈয়দ সামসসুজ্জোহা, রতনা পারভীন, মোঃ সংগ্রাম, আশরাফ বাবু ও এ্যাডঃ মনির চৌধুরী। দিনব্যাপি পরামর্শ সভায় দলীয় কাজের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংষ্কৃতিক ক্ষেত্রে স্থানীয় পরিস্তিতির উপর নির্ভর করে সম্ভাব্যবতা যাচাই করা হয়। স্থানীয় সমস্যা চিহিৃত করে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সমাধান করার পরামর্শ দেওয়া হয়।##
Leave a Reply