1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
ভাই এর পক্ষে বোনের ভোট প্রার্থনা। - দৈনিক প্রত্যাশা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

ভাই এর পক্ষে বোনের ভোট প্রার্থনা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৯১ বার শেয়ার হয়েছে

 

উপজেলা প্রতিনিধি :

প্রিয় মিঠাপুকুরবাসি
সালাম, আদাব রইলো
কোন টে বাহে তোমরা?
গর্জে উঠেন বাহে আরেকবার,
জয় হোক আনারসের এবার।
দাদা মরহুম গিয়াসউদ্দিন ফকির এবং আমার বাবা সোলায়মান আলম ফকির সারাজীবন আপনাদের পাশে ছিলেন। রাত , দিন জনগণের সাথে মিঠাপুকুরে ছিলেন। ছোট বেলায় বুঝতাম না কিন্তু বড়ো হয়ে ‌বুঝতে পেরেছিলাম জনগণের জন্য সত্যি কারের ভালোবাসা এমনি হওয়া উচিত। আজ আমার বাবা অসুস্থ। হার্টের সমস্যা। হাঁটতে পারে না।কষ্ট হয় কিন্তু করার কিছু নেই। এখন সব কিছু আল্লাহতায়ালার,হাতে। তাই তিনি কোন রাজনীতির সাথে এখন আর যুক্ত নেই। সবাই তার জন্য দোয়া করবেন। আমি দেখেছি আমার বাবাকেও মিঠাপুকুরবাসি অনেক অনেক ভালোবেসেছেন নিঃস্বার্থ ভাবে। এখন ও অনেকেই জীবন পর্যন্ত দিতে পারেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের ভালো বাসা কখনও ভুলবো না।
আমার ভাই শাহ্ সাদমান ইশরাক পড়াশোনা শেষ ইঞ্জিনিয়ার। আমরা চেয়েছি ও চাকুরী করবে। কিন্তু না ও মিঠাপুকুরের জনগণের পাশে দাঁড়াতে চায়, পাশে থাকতে চায়।
আমাদের আশা আমার বাবা পাশে আপনারা যেভাবে ছিলেন আমাদের ছোট ভাই শাহ্ সাদমান ইশরাক ফকির কেও সেই ভাবে আপনারা ভালোবেসে বুকে টেনে নিবেন, সাহায্য, সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন। ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ও নবীন আপনারা ওকে ভালোবাসার পথে হাঁটালে, ইনশাআল্লাহ ও ভালোবাসার পথ ধরেই হাঁটবে।
আমরা তিন ভাই বোন আপনাদের মাঝেই তো বড়ো হয়েছি। আশা করবো আপনারা ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। শাহ্ সাদমান ইশরাক কে আনারস 🍍 মার্কায় ভোট দিবেন, আমাদের পাশে থাকবেন। মিঠাপুকুরের জনগণ কেউ আমাদের ভাই,কেউ বোন,কেউ চাচা,কেউ বন্ধু সবাই কোন না কোন আন্তীয়। আমরা মনে করি টাকা,পয়সা,ধন, সম্পদ, খাওয়া, দাওয়া এই সবের থেকে আন্তীয় সম্পর্ক অনেক বেশি। তাই
আপনারা সবাই মিলে শাহ্ সাদমান ইশরাককে দোয়া করবেন আরআনারস 🍍 মার্কায় ভোট দিবেন।

আর নাই বেশি দিন
শাহ্ সাদমানকে আনারস মার্কায় ভোট দিন।
আলম ফকির কে ভালোবেসে,
ভোট পড়বে আনারসে।
আনারস জিতবে, মিঠাপুকুরবাসির মুখে হাসি ফুটবে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি