রতন রায় : রিপোর্টার
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নির্বাচন দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু হয়
সকাল ৮ ঘটিকায় ভোট চলে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বৃদ্ধি পায় । এই নির্বাচন কে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চেয়ারম্যান পদে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি মটোরসাইকেল প্রতীক নিয়ে ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার সরকার চশমা প্রতীক নিয়ে ৩১ হাজার ৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা নাজু টিউবয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৪৪৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা আক্তার হাঁস প্রতীক নিয়ে ২৯ হাজার ৭৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী মাধবী রানী ফুটবল প্রতীক হিসেবে পেয়েছেন ২৩ হাজার ৭৯৬ ভোট ।
Leave a Reply