1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
ভুরুঙ্গামারীতে প্রান্তিক খামারীর ফ্রিজিয়ান জাতের গাভী মাজা পড়া রোগে আক্লান্ত, হতাশ কৃষক - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

ভুরুঙ্গামারীতে প্রান্তিক খামারীর ফ্রিজিয়ান জাতের গাভী মাজা পড়া রোগে আক্লান্ত, হতাশ কৃষক

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২২৬ বার শেয়ার হয়েছে

 

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় প্রান্তিক খামারীর ফ্রিজিয়ান জাতের গাভী মাজা পড়া রোগে আক্লান্ত, গভীর হতাশায় কৃষক।

প্রান্তিক খামারী কৃষক মোঃ আসাদুর রহমান পিতাঃ মোঃ ইউনুস আলী
গ্রামঃ গছিডাঙ্গা ওয়াড নং ০৬ গছিডাঙ্গা সরকারী প্রাঃ বিঃ -এর পিছনে বাড়ী।
উপজেলা ভুরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।
তিনি একজন প্রান্তিক খামারী।
দীর্ঘ ০৮ বছর যাবত খামার পরিচালনা করে আসছেন। তার খামারে মোট ১১টি ছোট বড় গরু ছিল। এখন ০৮টি গরু আছে। ০৮টির মদ্ধ হতে ফ্রিজিয়ান জাতের একটি গাভী ০৬দিন আগে বকনা বাচ্চা প্রসব করে। গত ০৮জুন শনিবার অথাৎ ০৪দিন হতে হঠাৎ করে গাভীটি কোমরের শক্তি হাড়িয়ে ফেলে।বার বার চেষ্টা চালিয়ে এবং পল্লী চিকিৎসক আঃ হামিদের চিকিৎসায় এখন পর্থন্ত গাভীটি কে দাড় করানো যায়নি। গাভীটির খাওয়া -দাওয়া ও জাবর কাটা সব ঠিক আছে। কোন উপায়অন্ত না দেখে ১১জুন মঙ্গলবার দুপুর ১.০০ ঘটিকর সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শামীমা আক্তারের সঙ্গে দেখা করে বিস্তারিত জানালে তিনি গরুটি ও খামার পরিদর্শন না করে উক্ত কৃষক কে বিকল্প চিন্তা করার পরামর্শ প্রদান করেন।
এতে কৃষক মোঃ আসাদুর রহমান গভীর হতাশা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসিয়াল কাজে ব্যাস্ত থাকায় সময় দিতে পারি নাই। তবে ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা এবং নিবির পর্যবেক্ষণ করার কথা উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি