বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মহিদেব যুব সমাজকল্যান সমিতি (এমজেএসকেএস) অফিসের সহায়তায় ১৩ বছর বয়সী কুমারী সোনামনির বাল্যবিবাহ বন্ধ করেন।
উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের শালমারা গ্রামের ভোবেন সরকারের মেয়ে কুমারী সোনামনি, কম বয়সে বিয়ে করতে রাজি নয় কিন্তু পরিবার জোর করে বিয়ে দিতে চাওয়ায় কুমারী সোনামনি নিরুপায় হয়ে মহিদেব যুব সমাজ কল্যান সমিতি( এমজেএসকেএস)অফিসে আসেন। পরবর্তীতে উক্ত অফিসের কো অর্ডিনেটর মোছাঃ নিলুফা ইয়াসমীন, ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান, ইউপি সদস্য মুকুল সেনকে সঙ্গে নিয়ে স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ বন্ধ করে এলাকার সচেতনমহলে প্রশংসায় ভাসছেন।
এবিষয়ে কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান জানান বাল্যবিবাহ বন্ধে এলাকায় সচেতনতা বৃদ্ধি করা দরকার।
Leave a Reply