মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রবিবার (১০ নভেম্বর) মিঠাপুকুর উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু।
আরো উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লড, হযরত আলী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সকাল ১০টা থেকে উপজেলা চত্বরে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এরপর দুপুর ১২টা থেকে মিঠাপুকুর উপজেলা চত্বর মাঠে আলোচনা সভা ও শেষে এক বিশাল মিছিল নিয়ে উপজেলা চত্বর থেকে ঢাকা-রংপুর প্রদক্ষিণ করেন তারা ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, মিঠাপুকুর তথা রংপুরের মাটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চিরতরে মুছে ফেলা হবে। সরকার পতন আন্দোলনে রংপুরে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই মাঠে ছিলো, আর কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিলোনা। আমরা মিঠাপুকুর তথা রংপুরের সকল সংসদীয় আসনে এবার বিজয় লাভ করবো।
Leave a Reply