নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জ সরকারি কলেজ আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ইং শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অত্র কলেজের অধ্যক্ষ টি. এম. সোহেল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে।এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে খেলাধুলার বিকল্প নেই।সিরাজগঞ্জ সরকারি কলেজ উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান। কলেজের শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকার আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম( বার) পিপিএম (বার),জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এ্যাড.কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, জেলা মহিলা আ’লীগের সম্পাদক হাসনা হেনা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরীফ উস সাঈদ প্রমূখ।
Leave a Reply