মোঃ জাকিরুল ইসলাম,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
বাঙালির প্রাণের খেলা হা ডু ডু নতুন প্রজন্মের কাছে খেলাটির জনপ্রিয়তা বাড়াতে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পুর্ব চানঘাট যুব সমাজের আয়োজনে হা ডু ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে উপজেলার চাঁনঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় খোপাতি উচ্চ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুশান্ত সরকার রানু, সাবেক কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
খেলায় খোপাতী একাদশ বনাম আদর্শ বাজার একাদশ অংশগ্রহণ করেন, পরে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply