বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার গোড়াইলে অন্তর্ভুক্ত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজের তলদেশ থেকে সম্পূর্ণ অবৈধ ভাবে বেকু দিয়ে মাটিকাটায়,ব্রিজটি দিন দিন ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।
সরেজমিনে জানাযায়,গোড়াইলে
ব্রিজে রাতের আঁধারে সম্পূর্ণ অবৈধভাবে পেশী শক্তি ব্যবহার করে,বেকুদিয়ে মাটি কেটে চলছে বিক্রি’র মহোৎসব।
এতে সম্পৃক্ত রয়েছে,মির্জাপুর পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক হিসেবে কর্মরত শহীদ সিদ্দিকী,পিতা:মৃত তুলা সিদ্দিকী।
ঘটনাসূত্রে জানাযায়,বিএনপি’র সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী’র চাচাতো ভাই শহীদ সিদ্দিকী।
এছাড়াও বেকু দিয়ে মাটি কাটার সাথে সম্পৃক্ত রয়েছে মো:খিজির মূধা,পিতা:মো:বিল্লাল মূধা এবং
মো:পাপন মূধা,পিতা:মৃত মো:রজব আলী মূধা।
সবাই একই গ্রামে বসবাসরত।
সাং-গোড়াইল,ইউনিয়ন:
ভাদগ্রাম,মির্জাপুর, টাংগাইল।
এলাকাবাসী জানান,এভাবে বেকুদিয়ে মাটি কাটায়,চরম হুমকিতে রয়েছে একাব্বর হোসেন ব্রিজটি।
এছাড়াও রাস্তা ঘাট সহ পরিবেশ দূষিত হচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মির্জাপুর সহকারী কমিশনার ভূমি ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:মাসুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট যোগে জরিমানা আদায় প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়েও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।
Leave a Reply