নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরে শনিবার বিশ্বব্যাংক কর্তৃক Implementary Support Mission এ
রংপুর সদর, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আওতায় শেখপাড়া “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প”(এলডিডিপি)এর ডেইরী পিজির সদস্য মোছাঃ রিনা বেগমের খামারকে কেন্দ্র করে পিজি গ্রুপের সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের পরামর্শ আদান প্রদান করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি টিম।
পিজি সদস্য এবং সফল খামারী রিনা বেগমের খামারে ডিজিটাল মিল্কিং মেশিনের ব্যবহার নিজ চোখে দর্শন করে বিশ্বব্যাংক প্রতিনিধি টিম।
সবশেষে রংপুর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন স্লটার (গরু জবেহ খানা)হাউজে চলমান নির্মান কাজ পরিদর্শন শেষে “ এলডিডিপি” প্রকল্পের স্মল স্কেল মিল্ক প্রসেসিং প্রকল্পে সরকারি সহায়তা প্রাপ্ত উদ্যোক্তা মোঃ তৌহিদুল ইসলাম শেখ এর রংপুর প্রিমিয়াম মিষ্টি ঘর পরিদর্শন করেন বিশ্বব্যাংক প্রতিনিধি টিম।উক্ত মিশনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন,মিস্টার আবাদুবা, ট্রেনিং টিম লিডার,বিশ্বব্যাংক, সামিনা ইয়াসমিন,কো-ট্রেনিং টিম লিডার, বিশ্বব্যাংক,শান্তনা হালদার,টিম মেম্বার, বিশ্বব্যাংক।পরিদর্শনে সার্বিক সহযোগীতায় ছিলেন, ডাঃ এনামুল হক,জেলা প্রাণিসম্পদ অফিসার, রংপুর। ডাঃ মোঃ রহমত আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, রংপুর, সদর রংপুর ও ডাঃ মোঃসাখায়ত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, গঙ্গাচড়া,রংপুর।
Leave a Reply