1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
নারায়ণপুরে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক প্রত্যাশা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

নারায়ণপুরে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২০ বার শেয়ার হয়েছে

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমি অফিস, কৃষি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ এবং স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে বক্তারা দাবী করেন ইউনিয়ন ভূমি অফিস, কৃষি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে কৃষিসেবা। ফলে সেবাগ্রহিতরা কাংক্ষিত সেবা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দীর্ঘদিন থেকে ব্যাপক অনিয়ম করে আসছে। ক্ষমতার পট পরিবর্তণে তিনি অফিসে আসা বাদ দিয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র সংসদ নারায়নপুর ইউনিয়ন শাখার সমন্বয়কের বক্তব্যে শাহ আলম, বেলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও নুর আমিন মিয়া তাদের দাবী সমূহ উল্লেখ করে বলেন পরিবার ও স্বাস্থ্যকেন্দ্রে অনতিবিলম্বে এমবিবিএস ডাক্তার, ক্লিনিকের সেবা চালু, প্রেসক্রিপশন এর মাধ্যমে ওষুধ বিতরণ, জরুরী সেবায় স্পিডবোট এম্বুলেন্স চালু করতে হবে। ভূমি অফিসে দুর্নীতি ও দালালমুক্ত এবং তফসিলদার কৃর্তক আত্মসাৎকৃত ভুক্তভুগীদের টাকা ফেরত দিতে হবে। নারায়ণপুর ইউনিয়নের জন্য বিএস কর্মকর্তা, কৃষি অফিসে পরিত্যক্ত বিএস কোয়াটার সংস্কার ও কৃষি সেবা চালু করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

One response to “নারায়ণপুরে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ”

  1. মোঃ ইব্রাহিম says:

    নারায়ন পুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি